গোপালগঞ্জে আওয়ামী তাণ্ডব
গোপালগঞ্জে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের স্বজন, স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপি নেতা, গণমাধ্যমকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সাক্ষ্য নেন তদন্ত কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. আবু তারিকের নেতৃত্বে কমিশনের ৬ সদস্য।
আওয়ামী সন্ত্রাসীরা গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর ভয়াবহ হামলার চিত্র আবার মনে করিয়ে দিয়েছে। একই কায়দায় তাণ্ডব চালিয়ে পণ্ড করেছে তরুণ জুলাইযোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলায় পদযাত্রা কর্মসূচি। গতকাল বুধবার দুপুরে এ হামলা চালানো হয়।